পবিত্র রমজানের এই মহান মাসে, কর্ণ ফাউন্ডেশন মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি অনুযায়ী আজ ২৩ মার্চ ২০২৫, ঢাকা খিলগাঁও থানা এলাকায় কিছু অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার বিতরণ করেছে। আমাদের এই মহতী উদ্যোগ বাস্তবায়নে কিছু উদার ও দানশীল ব্যক্তির আর্থিক সহায়তায় আমরা সফলভাবে ইফতার বিতরণের সুযোগ পেয়েছি।
রমজান আমাদের সংযম, ত্যাগ ও সহমর্মিতার শিক্ষা দেয়। এই উপলক্ষকে সামনে রেখে কর্ণ ফাউন্ডেশন চেষ্টা করে যাচ্ছে যেন সমাজের সুবিধাবঞ্চিত মানুষেরাও ইফতারের আনন্দ থেকে বঞ্চিত না হয়। আমরা দেখতে পেয়েছি অভুক্ত মানুষগুলোর মুখে এক চিলতে হাসি—এটাই আমাদের পরম পাওয়া, আমাদের অনুপ্রেরণা।
আমাদের এই উদ্যোগে যারা আর্থিক সহায়তা ও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, তাদের প্রতি কর্ণ ফাউন্ডেশন অন্তরের গভীর থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছে। আপনাদের উদারতা ও সহমর্মিতার কারণেই সমাজের দরিদ্র ও অসহায় মানুষরা একটু ভালোভাবে ইফতার করতে পারছে।

কর্ণ ফাউন্ডেশন সবসময় মানবতার সেবায় কাজ করে যাবে এবং অসহায় মানুষের পাশে থাকবে। আসুন, সবাই মিলে দানের এই মহান পথচলাকে আরও বিস্তৃত করি। আপনার ক্ষুদ্র দানই হতে পারে কারও জন্য বিশাল আশীর্বাদ।


